রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বড়লেখায় আটক মেছোবাঘ মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত 

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখায় আটক মেছোবাঘ মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত 

মৌলভীবাজারের বড়লেখার চন্ডীনগর গ্রামে লোকালয়ে মেছোবাঘটি বেরিয়ে আসলে  সামছুজ্জামান নামের বাড়ির দক্ষিণ পাশের লেচু বাগান এলাকা থেকে বাঘটি স্থানীয় জনতা আটক করেছে। বন বিভাগ মেছোবাঘটি  নিয়ে মাধবকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করেছে।

শনিবার (৩ জুন) সরেজমিন বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডীনগর গ্রামের সামছুজ্জামানের বাড়ি গিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে তিনির ও সামছুজ্জামানের  আশপাশের লোকজনের হাস, মোরগ, ছাগল না পাওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 

কে বা কারা হাঁস, মুরগি, ছাগল নিয়ে যাচ্ছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দেয়। সামছুজ্জামান ও তার হাঁস মুরগি যাওয়ার কোনো হদিস পাননি। পরে সামছুজ্জামান একটি খাঁচায় মুরগি দিয়ে তিনির বাড়ির পাশের লেচু বাগানে নিয়ে রাখেন দু-এক দিন রাখার পর ৩ জুন সকাল ৮ মেছোবাঘটি খাঁচায় আটকা পড়ে। 

খবর পেয়ে জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন জড়ো হয়। স্থানীয় ইউপি সদস্য আনিস আহমদ জানান আমরা বনবিভাগে খবর দিয়েছি।

বড়লেখা রেঞ্জ কর্মকর্তা মুঠোফোনে জানান, চন্ডীনগর গ্রামের সামছুজ্জামানের বাড়ি থেকে মেছোবাঘটি এনে মাধবকুণ্ড ইকোপার্কে ট্যুরিস্ট পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে অবমুক্ত করি।

টিএইচ